মাদারীপুরে ‘পরকীয়ার’ জেরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০১৯, ১২:০৭ | প্রকাশিত : ১০ মে ২০১৯, ১০:৫৮

মাদারীপুরের রাজৈরে সোহেল হাওলাদার নামে ৩২ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার বাজিতপুর এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সোহেল হাওলাদারের পরকীয়া প্রেম চলে আসছিল। সেই বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারের জের ধরে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মিলে রাজৈরের মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে কুপিয়ে আহত করে। পরে রাজৈর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে পরকীয়ার বিষয়টি অস্বীকার করে নিহতের ছোট ভাই জুয়েল হাওলাদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের লোকজন তার বড় ভাই পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে হত্যা করেছে। পূর্বে ইউপি চেয়ারম্যানের সঙ্গে নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জেরে এই হত্যাকা- ঘটেছে বলে তার দাবি।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পরকীয়া প্রেমের কারণে স্থানীয়ভাবে সালিশ মীমাংসাও হয়েছিল। ধারণা করা হচ্ছে এই কারণে হামলায় মারা যায় সে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :