৬ মাসের শাস্তি বেকহ্যামের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০১৯, ১২:১০ | প্রকাশিত : ১০ মে ২০১৯, ১১:৫৮

আগেও একবার ট্র্যাফিক সংক্রান্ত অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে৷ এই নিয়ে দ্বিতীয়বার ব্রিটিশ ট্র্যাফিক আইনে দোষী সাব্যস্ত হতে শাস্তির মুখে তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম৷ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জন্য বেকহ্যামের গাড়ি চালানোর উপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি হলো৷ আগামী ৬ মাস নিজে গাড়ি চালাতে পারবেন না ইংল্যান্ডের এই সাবেক ফুটবলার৷

গত বছর ২১ নভেম্বর ধীর গতিতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন বেকহ্যাম৷ লন্ডনের রাস্তায় বেকহ্যামের এমন ছবি ক্যামেরাবন্দি করেন একজন পথচারি৷ তার ভিত্তিতেই ব্রমলি ম্যাজিস্ট্রেটস কোর্ট শাস্তি ঘোষণা করে প্রাক্তন ম্যান ইউ তথা রিয়াল মাদ্রিদ তারকার৷ বেকহ্যাম নিজে হাজির ছিলেন সুনানিতে৷

বিচারপতি ক্যাথরিন মুর বলেন, এর আগে গতিসীমা ভেঙে গাড়ি চালানোর জন্য বেকহ্যামের লাইনেন্সে পেনাল্টির ৬ পয়েন্ট যোগ হয়েছিল৷ এবার আরও ৬ পয়েন্ট যোগ হওয়ায় তা ১২ পয়েন্টে এসে দাঁড়ায়, যা বেকহ্যামের লাইসেন্স বাতিল করার পক্ষে যথেষ্ট৷ সেকারণেই আগামী ৬ মাস নিজে গাড়ি চালাতে পারবেন না তিনি৷’

বেকহ্যাম নিজে অবশ্য ঘটনাটি মনে করতে পারছেন না বলে সাফাই দেন, যা যুক্তিযুক্ত হলেও অভিযোগ এড়ানোর পক্ষে যথ্ষ্ট ছিল না৷ এর আগে ৪০ মাইল প্রতি ঘণ্টার গতিসীমার রাস্তায় ৫৯ মাইলে গাড়ি চালিয়ে অভিযুক্ত হয়েছিলেন বেকহ্যাম৷ সেবার নির্ধারিত ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় বলে জরিমানা দিতে অস্বীকার করেন তিনি৷ এবার অবশ্য শুধু গাড়ি চালানোয় নিষেধাজ্ঞাই নয়, সুনানির খরচ সমেত মোট ৯২৫ পাউন্ড জরিমানাও ধার্য করা হয়েছে তারকা ফুটবলারের কাছ থেকে৷

(ঢাকাটাইমস/১০মে/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :