১৪৫ হতদরিদ্র পরিবারকে ঘরের চাবি তুলে দেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৯, ১৭:২১

সুনামগঞ্জে জমি আছে ঘর নেই এমন ১৪৫ হতদরিদ্র পরিবারকে সরকারি খরচে ঘর করে চাবি হস্তান্তর করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

শুক্রবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবি মিলনায়তনে উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ১৬২টি ঘরের মধ্যে ১৪৫টি পরিবারের মধ্যে এসব চাবি হস্তান্তর করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণের কাজ করা হয়েছে। অবশিষ্ট ১৭টি ঘরের কাজ দ্রুতই শেষ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লাহ।

(ঢাকাটাইমস/১০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :