এসডিজি অর্জনে সরকারকে সড়ক দুর্ঘটনা কমানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৯, ১৮:১৩

জাতিসংঘের বেঁধে দেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারকে ২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকের বেশি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর ব্যতয় হলে সরকারের যে উন্নয়ন তা সফল করা যাবে না বলে মনে করছেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই আন্দোলন আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে এক মানববন্ধনে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জীবন একটাই। পৃথিবীতে আমরা একবারের জন্য এসেছি। আমাদের ভুলের কারণে কিংবা কারও ভুলের কারণে, কারও অবহেলা বা অদক্ষতার কারণে আমাদের জীবন রাস্তার মধ্যে চলে যাক এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাছাড়া জাতিসংঘের টার্গেট অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকের বেশি নামিয়ে আনতে হবে।’

‘যদি তা করতে না পারি তাহলে সরকারের যে উন্নয়ন তা কখনও সফল করতে পারবো না।’

নিসচার চেয়ারম্যান বলেন, ‘আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায়, সকলের সচেতনতায় আইন ও নিয়ম মানার মাধ্যমে যদি সড়ক ব্যবহার করতে পারি তাহলে আমরা ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে কমিয়ে আনতে পারবো।’

মানববন্ধনে উপস্থিত লোকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অনিয়ম দেখলে প্রতিবাদ করার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নিয়ম মেনে রাস্তায় চলবো। আমাদের জীবন যেন সড়কে চলে না যায়, আমরা যেন পঙ্গুত্ববরণ না করি সেই দিকে সচেতন হবো। আপনারা যারা বাসে চলাফেরা করেন তারা হেলপারকে বলতে পারেন বাসের দরজা লাগিয়ে রাখার জন্য। এই দায়িত্ব আপনার নিজের জন্য নিতে হবে। রাস্তায় যখনই আমরা কোনো অনিয়ম দেখবো তখনই তার প্রতিবাদ করবো।’

(ঢাকাটাইমস/১০মে/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :