টার্মিনালে লঞ্চের ধাক্কায় নদীতে পড়লেন ৫০ জন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৯, ২৩:৩৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে ঢাকাগামী কর্ণফুলী-১৩ লঞ্চের ধাক্কায় টার্মিনালে অপেক্ষামান প্রায় ৫০ যাত্রী নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিখোঁজ রয়েছেন একজন।

শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চরফ্যাশন বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ঘাটে ভেড়ানোর চেষ্টা করে। কিন্তু লঞ্চটির গতি পর্যাপ্ত না কমায় সেটা টার্মিনালে গিয়ে সজোড়ে ধাক্কা দেয়। এতে টার্মিনালটি দুমড়ে-মুচড়ে যায়।

আর অপেক্ষামাণ প্রায় ৫০ জন মানুষ নদীতে পড়ে যান। তাদের সবাই সাঁতরে উঠতে পারলেও হৃদয় নামে একজন নিখোঁজ হন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। এ ঘটনায় আহত হন অন্তত ২৫ জন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লঞ্চটিতে যাত্রী বোঝাই থাকায় ধাক্কা মেরে দ্রুত ঘাট ত্যাগ করাতে আটক করা সম্ভব হয়নি। তবে ওই লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/১০মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :