ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১১ মে ২০১৯, ১০:৩৯

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রেজিয়া বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে।

শনিবার সকালে সাতটার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেজিয়া বেগম পশ্চিম লক্ষ্মীপুরের দালাল বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত দুটার দিকে ভাঙ্গা হাত নিয়ে রেজিয়া বেগমকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। রোগীর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। এর কিছু সময়ের মধ্যেই মারা যান রেজিয়া।

এ ঘটনায় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকারা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা লোকমান হেসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :