বরিশালে ফেন্সিডিলসহ আইনজীবী আটক

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০১৯, ১১:০৫

বরিশালে ১০ বোতল ফেন্সিডিলসহ রিয়াজ উদ্দিন মিলন নামে এক আইনজীবীকে আটক করেছে বিএমপি’র গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতির ভবনে পাশে একটি চেম্বার থেকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জজ কোর্টের অভ্যন্তরে আইনজীবী সমিতির ভবনের পাশে রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহান জানান, ফেন্সিডিল ক্রয়-বিক্রিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন আইনজীবী রিয়াজ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :