স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ছে না চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০১৯, ১৭:১৩

আরো একবার চেলসির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে খুব দ্রুত স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তারা অন্য কোথাও সরে যাচ্ছে না। স্থানীয় নিউ সিভিল ইঞ্জিনিয়ার ম্যাগাজিনের সাম্প্রতিক এক তথ্য মতে জানা গেছে ১১৪ বছরের পুরনো স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির আর না থাকার সম্ভাবনাই বেশি। আর্থিক সুবিধার বিষয়টি বিবেচনা করে ব্লুজরা নতুন কোনো স্টেডিয়ামে তাদের হোম গ্রাউন্ড বানানোর পরিকল্পনা করছে।

কিন্তু এসব তথ্যকে অযৌক্তিক দাবি করে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে এমন কোনো সম্ভাবনাই নেই। যদিও স্ট্যামফোর্ড ব্রিজের সংষ্কার নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন স্টেডিয়াম সংক্রান্ত গণমাধ্যমের ধারণা নিয়ে চেলসি অবগত আছে। তবে গত বছরের মে মাস থেকে ক্লাবের পজিশন অপরিবর্তিত রয়েছে। স্টেডিয়াম সংষ্কার প্রকল্পটি আপাতত আর্থিক কারণে বাঁধা পড়ে আছে। তবে এ ব্যপারে কোনো অগ্রগতি হলে অবশ্যই সংশ্লিষ্ট সকলকে অবগত করা হবে।

(ঢাকাটাইমস/১১ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :