ফেনীতে ভেজাল পণ্য বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০১৯, ১৯:১৯

পবিত্র মাহে রমজানে বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। রবিবার সদর উপজেলার ফাজিলপুর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরের জামান চৌধুরী।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় বিক্রেতাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, গ্রামের বাজারসমূহে মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্য তালিকাবিহীন পণ্য ও ভেজাল পণ্য বিক্রয় দেখে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেমা স্টোর, পাল ডিপার্টমেন্টাল স্টোর, তন্ময় স্টোর, রুহুল আমিন স্টোর, শাহাজাহান স্টোর, তাসপিয়া হোটেল, করিম অ্যান্ড সন্স, ভাই ভাই স্টোর, কামাল স্টোর, বাঁধন ডিপার্টমেন্টাল স্টোর ও পুষ্প স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা বিহীন পণ্য বিক্রয় ও ভেজাল পণ্য বিক্রি করায় ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। অনেক দোকানে একাধিক পণ্য জব্দ ও মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বেঞ্চ সহকারী প্রদীপ চন্দ্র দাস ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :