কাপড়ের রঙে ইফতার, অফিসার্স ক্লাব ক্যান্টিনকে জরিমানা

প্রকাশ | ১২ মে ২০১৯, ২১:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ইফতার তৈরিতে কাপড়ের রঙ ব্যবহার করায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে অভিযানে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকাটাইমনসকে জানান, ‘অফিসার্স ক্লাবে অভিযানে গিয়ে দেখা যায় পোড়া তেল দিয়ে সেখানে ইফতার তৈরি করা হচ্ছিল। এছাড়াও ইফতারের বেশ কিছু খাবারে সরাসরি কাপড়ের রঙ ব্যবহার করা হচ্ছিল। যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর।’

‘তাদের ফ্রিজে রাখা ছিল বাসি খাবার। মাংসগুলো হয়ত হালিমে ব্যবহারের জন্য রাখা ছিল। এছাড়া তাদের মুড়ির প্যাকেটের গায়ে কোনো মূল্য তালিকা, দাম ও মেয়াদ লেখা ছিল না। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

ঢাকাটাইমস/১২ মে/এসএস/ ইএস