সিআইডি-প্রধান অবসরে গেলেও অনুপস্থিত দেখিয়ে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মে ২০১৯, ২৩:৪৮ | প্রকাশিত : ১২ মে ২০১৯, ২১:৩৬

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন সম্প্রতি অবসরে গেলেও তাকে ট্যুর/ট্রেনিং/ছুটি/বদলি দেখিয়ে সাময়িক অনুপস্থিতি দেখানো হয়েছে। তার অবর্তমানে সিআইডির ডিআইজি (এইচআরএম) মাহবুব মহসিনকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

১২ মে সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) নাছির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সিআইডির অতিরিক্ত আইজিপি ট্যুর/ট্রেনিং/ছুটি/বদলি ইত্যাদি কারণে সাময়িক অনুপস্থিতিকালে দৈনন্দিন রুটিন কাজ সম্পাদনের নিমিত্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সিআইডির ডিআইজিকে (এইচআরএম) নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব/ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’

সিআইডি-প্রধান অবসরে গেলেও তাকে কেন ছুটি, বদলি, ট্রেনিং বা ট্যুর দেখিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানতে চাইলে নাছির উদ্দিন আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘আরেকজন প্রধান তো আমাদের আসবে। সেখানে অবসর বলার তো আমার দরকার নেই। এখানে টেকনিক্যাল কিছু নেই।’

এটা ভুল করে হয়েছে কি না জানতে চাইলে নাছির উদ্দিন বলেন, ‘ভুল করে কেন হবে। এটাকে জেনারেল অর্ডার হিসেবে আপনি দেখতে পারেন। এটাকে নির্দিষ্ট অর্ডার দেখছেন কেন? এটা একটা জেনারেল অর্ডার।’

৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শেখ হিমায়েত হোসেন মিয়ার চাকরির বয়স ৫৯ বছর হওয়ায় তাকে সরকারি অবসর আইন অনুযায়ী ৩ মে থেকে অবসরে পাঠানো হয়েছে। এর আগে ৩০ এপ্রিল তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন এই কর্মকর্তা, আর সেই সনদ দেখিয়ে চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর চেষ্টা করেন তিনি। তবে মন্ত্রণালয় রাজি হয়নি। তাই তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে হিমায়েত হোসেনের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া ভাতা ফেরত চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। টাকা ফেরত না দিলে মামলা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :