ডাব-আখে নেশার ট্যাবলেট মিশিয়ে লুটত তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০১৯, ২৩:৫২

যাত্রীবাহী বাসে খাবার বিক্রির আড়ালে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে সর্বত্র লুটে নিতো একটি চক্র। চক্রটি রাস্তার পাশে আখের রস, ডাব ও হালুয়া বিক্রির আড়ালেও এ কাজ করত। গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- পারভেজ, লিটন, সুজন, রনি, মামুন, মিলন, রুবেল ও মোবারক হোসেন।

রবিবার বিকালে র‌্যাব-২ এর এএসপি মোহাম্মদ সাইফুল মালিক ঢাকাটাইমস কে জানান, ‘চক্রটি রাজধানীর বাস টার্মিনালগুলোতে অবস্থান নিত এবং হকার সেজে বাসে যাত্রীদের কাছে বিভিন্ন খাবার বিক্রি করত। এসব খাবারে অজ্ঞান করার ওষুধ মেশানো থাকত। ওষুধ মেশানো খাবার খেয়ে যাত্রীরা বেহুশ হয়ে পড়লে তাদের কাছ থেকে সর্বত্র লুটে নেওয়া হত।’

‘বিভিন্ন সময় রাস্তার পাশে আখের রস, ডাব ও হালুয়া বিক্রির আড়ালেও এ কাজ করতো। এমনকি সিএনজির যাত্রীদের পান বা জুস খাইয়ে দামি জিনিসপত্র লুটে নিতো। রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের দৌরাত্ম হঠাৎই বাড়ে।’

সাইফুল মালিক বলেন, ‘মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টি এবং ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ, মলম, মরিচের গুড়া, টাইগার বাম জব্দ করা হয়।’

ঢাকাটাইমস ১২ মে/ এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :