বার্সেলোনার জয়, হার রিয়ালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ১০:০২

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে লিভারপুলের মাঠে হারের পর ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। রবিবার ন্যু ক্যাম্পে তারা ২-০ গোলে হারালো শেষ চারের দৌড়ে থাকা গেতাফেকে। লা লিগার আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে সেভিয়ার বিপক্ষে।

লিগের এই ম্যাচ ছিল বার্সার জন্য গুরুত্বহীন। দুই সপ্তাহ আগেই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে এই জয়ে পরের মৌসুমে গেতাফের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বড় ধাক্কা দিলো কাতালান জায়ান্টরা। এক ধাপ নেমে পঞ্চম স্থানে গেতাফে। আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে হেড টু হেড রেকর্ডে তাদের টপকে চারে উঠে গেছে ভ্যালেন্সিয়া। শেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে হারালেই পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে তারা।

প্রথমার্ধের শেষ দিকে আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় বার্সা। জেরার্দ পিকের হেড গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া ফিরিয়ে দিলে ফিরতি শটে গোল করেন চিলিয়ান তারকা। বার্সার দ্বিতীয় গোলটি আসে ৯০ মিনিটে। লিওনেল মেসি দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলমুখে শট নিলে দেনে দাকোনামের গায়ে লেগে বল জালে জড়ায়।

৯৯ হাজার দর্শক ধারণক্ষমতার ন্যু ক্যাম্পে এদিন উপস্থিত ছিলেন মাত্র ৫৭ হাজার সমর্থক। অ্যানফিল্ডে গত সপ্তাহের হারের প্রভাব ভালোভাবে টের পাওয়া গেছে। তাছাড়া এই ম্যাচে আবারও দুয়ো শুনতে হয়েছে ফিলিপে কৌতিনিয়োকে। প্রথমার্ধে ভুল পাস দেওয়ায় মিডফিল্ডার সের্হিও বুশকেতসকেও ছাড়েনি দর্শকরা।

ব্রাহিম দিয়াসের গোলে সোসিয়েদাদের মাঠে ৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল। তবে ২৬ মিনিটে মাইকেল মেরিনোর গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। মাদ্রিদ ক্লাব আরও বড় ধাক্কা খায় ৩৯ মিনিটে জেসুস ভায়েহো লাল কার্ড দেখলে। গোললাইনে হাত দিয়ে বল ঠেকান তিনি। উইলিয়ান হোসের পেনাল্টি ঠেকিয়ে দলকে পিছিয়ে পড়তে দেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া।

কিন্তু ১০ জনের দল নিয়ে আর পেরে ওঠেনি রিয়াল। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল খায় তারা। জোসেবা জালদুয়া ৫৭ মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৭ মিনিটে অ্যান্ডার বেরেনেক্সিয়ার গোলে হার মানতে হয় রিয়ালকে। জিনেদিন জিদানের দ্বিতীয় অধ্যায়ে এনিয়ে তৃতীয়বার হারলো তারা।

৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো। রিয়াল ৬৮ পয়েন্ট নিয়ে তিনে।

(ঢাকাটাইমস/১৩মে/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :