টেকনাফে ‘মালয়েশিয়াগামী’ ৮ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ১০:১৮

কক্সবাজারের টেকনাফে নারীসহ আট রোহিঙ্গাকে আটক করছে পুলিশ, যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

রবিবার রাত ১০টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভের বাহারছড়ার ডেইলপাড়া থেকে তাদের আটক করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, কয়েকজন রোহিঙ্গা উপকূল এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাতে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান যান। এ সময় আট রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে এসেছে। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই জায়গায় জড়ো হয়েছিল।

আনোয়ার হোসেন আরও বলেন, আটক রোহিঙ্গারা মানবপাচার চক্রের খপ্পড়ে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। চক্রটিকে ধরতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :