ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ১০:৩৮
ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তফা নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

রবিবার দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা উপজেলার খুলিয়াটি গ্রামের আব্দুল সালাম ভূঁইয়ার ছেলে। তার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারের দক্ষিণ পাশে মাদক বেচাকেনার খবর পেয়ে জেলা গোয়ন্দা পুলিশ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের এসআই মোবারক হোসেন ও লাল মিয়া আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পরে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোস্তফা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুই শ গ্রাম হেরোইন ও এক শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :