বিকালে বৈঠকে বসছে ২০ দলীয় জোট

প্রকাশ | ১৩ মে ২০১৯, ১৩:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

জোটের টানাপড়েন আর ভাঙনের মুখে বৈঠকে বসছে ২০ দলীয় জোট। সোমবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে শরিক নেতাদের সঙ্গে কথা বলবেন।

বিএনপির রাজনৈতিক কর্মকৌশলসহ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তারেক রহমান শরিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত পাঁচ এমপির সংসদে যোগ দেওয়া নিয়ে শরিকদের সঙ্গে জোটের মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এমন অভিযোগে জোট ছাড়ার ঘোষণা দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

শুধু পার্থ নয়, জোটের আরেক নেতা লেবার পার্টিও জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে বৈঠক ডেকেছে বিএনপি।

আজকের বৈঠকে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এনআই/এমআর)