রায়পুরে ঘাট দখলের হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসামি

প্রকাশ | ১৩ মে ২০১৯, ২০:০৬

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে।
গত রবিবার রাতে আওয়ামী লীগ নেতা আতাউল গণি ও আলতাফ বেপারী বাদী হয়ে এ দুটি মামলা করেন।

মামলা দুটিতে রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, তাঁর ভাই চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ খাঁন, সাবেক যুবলীগ নেতা মোখলেছুর রহমান পান্নু, আনোয়ার গাজী, সুমন হাওলাদারসহ ১০৩ জনের নাম উল্লেখ করে শতাধিক লোককে আসামি করা হয়।

শুক্র ও শনিবার চরবংশীরচান্দার খাল এলাকায় মাছ ঘাটে টেবিল বসানো নিয়ে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র-মোটরসাইকেল) আলতাফ হোসেন হাওলাদারের লোকজন বিজয়ী প্রার্থী (নৌকা) মামুনুর রশিদের কর্মীসমর্থকদের উপর দু’দিনে হামলা চালিয়ে চরবংশী ইউনিয়ন আ.লীগের অস্থায়ী দলীয় কার্যালয়সহ পাঁচটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে চালানো হয।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান বলেন, দলীয় কার্যালয়সহ ঘর-বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় আ’লীগের এক পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)