ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশ | ১৩ মে ২০১৯, ২২:২৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হন আরেক কর্মকর্তা।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ভেতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ওই দুই ব্যাংক কর্মকর্তা ওই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।’

নিহত ব্যাংক কর্মকর্তা আহসান-আল আসিফ পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে। আবুল বাসার কাশিয়ানীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। আহসান-আল আসিফ বিবাহিত এবং এক ছেলের বাবা।

দুর্ঘটনায় গুরুতর আহত পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক এ কে এম আব্দুর রকিব। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবালী ব্যাংক ফরিদপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা গৌতম চন্দ্র পাল জানান, এই দুই ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ভোজেশ্বর শাখা পরিদর্শন শেষে ফরিদপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)