নিরাপদ সিংড়া উপহার দিতে চাই:পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৪৩ | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ২২:২৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘চলনবিলের অবহেলিত মানুষের কল্যাণে আমাকে যে সুযোগ করে দিয়েছেন- আমি বিগত ১০ বছর সিংড়াকে উন্নয়নের রোল মডেল করার চেষ্টা করেছি। মাদক ও জঙ্গিবাদমুক্ত একটি নিরাপদ সিংড়া উপহার দিতে চাই।’

এসময় প্রতিমন্ত্রী পলক সিংড়া পৌর বাসস্ট্যান্ডে ১৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কমপ্লেক্স মসজিদ ভবণ নির্মাণের ঘোষণা দেন।

সোমবার সন্ধ্যা ৬টায় সিংড়া দলিল লেখক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাব-রেজিস্টার সাজেদুল হক, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :