যে ফোনে কোনো ছিদ্র নেই

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১৩:৪২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

এই প্রথম বাজারে এলো নিশ্ছিদ্র স্মার্টফোন। এতে কোনো বাটনও নেই। এমনকি এতো কোনো সিম স্লটও নেই। নেই কোনও স্পিকারের জায়গাও। চার্জিং পয়েন্টও নেই।

অত্যাধুনিক প্রযুক্তির এই ফোন প্রথম বানিয়েছিল চীনের মেইজু। ফোনটির মডেল ছিল মেইজু জিরো। এবার একই ধরনের ফোন বানাল ভিভো।  মডেল ভিভো অ্যাপেক্স। এটি দুনিয়ার একমাত্র বাটন, ছিদ্র এবং পোর্টহীন স্মার্টফোন। যা নিয়ে অধুনা টেক দুনিয়ায় হইচই দেখা দিয়েছে। 

ভিভো অ্যাপেক্স ফোনটিতে আছে ফাইভ জি মোডেম চিপসেট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ফোনটিতে স্ক্রিন অ্যাস স্পিকার ব্যবহার করা হয়েছে।  ফোনের সাইডে আপ এবং ডাউন টাচ বাটন ব্যবহার করা হয়েছে। 

২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি রম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ছবির জন্য ফোনটিতে ২ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ই-সিম প্রযুক্তি সংযোজন করা হয়েছে। 

ভিভো অ্যাপেক্স ফোনটিতে আছে ফাইভ জি মোডেম চিপসেট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ফোনটিতে স্ক্রিন অ্যাস স্পিকার ব্যবহার করা হয়েছে।  ফোনের সাইডে আপ এবং ডাউন টাচ বাটন ব্যবহার করা হয়েছে। 

২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি রম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ছবির জন্য ফোনটিতে ২ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ই-সিম প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এজেড)