পাকিস্তানি স্পিনারের বিশ্বরেকর্ড

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১৫:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের নারী অফস্পিনার সানা মীর৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তৃতীয় একদিনের ম্যাচে একটি উইকেট নেওয়ার সুবাদে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া স্পিনারে পরিণত হন মীর৷

উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪৯তম ওভারে প্রতিপক্ষ ক্যাপ্টেন সুন লাসের মূল্যবান উইকেট তুলে নেন মীর৷ এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭তম উইকেট৷ এই নিরিখে তিনি এককভাবে নারীদের ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট মাথায় পরেন৷ তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর কোনো নারী স্পিনারই তাঁর থেকে বেশি উইকেট নিতে পারেননি৷

নারীদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালকিন হলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী৷ তিনি এখন পর্যন্ত ১৭৭টি একদিনের ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন৷ ১০৯টি ম্যাচে ১৮০টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার ফিৎজপ্যাট্রিক৷ মীর ১১৮টি ম্যাচে ১৪৭ উইকেট নিয়ে তিন নম্বরে উঠে আসেন৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে মীরের উইকেট সংখ্যা ছিল ১৪৬৷ তিনি ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদ ও অস্ট্রেলিয়ার লিসা স্থালেকারের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন৷ কাকতলীয় বিষয় হল তিন জনই ছিলেন অফস্পিনার৷ অর্থাৎ স্পিনার হিসাবে সর্বাধিক উইকেট সংগ্রহের নিরিখে তিন তারকা এক সঙ্গে শীর্ষ স্থানে দাঁড়িয়ে ছিলেন৷ মীর একটি উইকেট নিয়ে দু’জনকে পিছনে ফেলে দিয়ে বিশ্বরেকর্ড গড়েন৷

(ঢাকাটাইমস/১৪ মে/এসইউএল)