কবি হায়াৎ সাইফকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১৬:৩৭

প্রয়াত কবি হায়াৎ সাইফের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার বাংলা একাডেমির বটমূলে কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরে কবির দ্বিতীয় নাামজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর স্কাউট ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জোহর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে কবির মরদেহ মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

সোমবার রাতের প্রথম প্রহরে ঢাকার ইউনাউটেট হাসপাতালে ইন্তেকাল করেন ষাট দশকের এই বিশিষ্ট কবি হায়াৎ সাইফ।

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত কবির প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন করে কবি নজরুল ইনস্টিটিউট, জাতীয় কবিতা পরিষদ।

এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য ড. শিরীন আখতার, অধ্যাপক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাশিল্পী রশীদ হায়দার, কবি জাহিদুল হক, কবি কামাল চৌধুরী, কবি আসাদ মান্নান, কবি হালিম আজাদ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি সালেম সুলেরী, কবি গৌরাঙ্গ মোহান্ত, কবি তারিক সুজাত, লেখক আমিনুল ইসলাম বেদু, কবি আমিনুর রহমান, কথাশিল্পী আবু সাঈদ জুবেরী, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সভাপতি ফরিদ আহমেদ, প্রকাশক নিশাত জাহান রানা প্রমুখ।

বাংলা একাডেমি থেকে জানান হয়, আগামী ২০ মে সোমবার বেলা ১১টায় একাডেমির উদ্যোগে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি হায়াৎ সাইফের প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৪মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :