খালেদার আদালত স্থানান্তর সরকারের নীলনকশায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০১৯, ১৭:০৬ | প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১৬:৪৯
ফাইল ছবি

কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারকাজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে চালানোর যে নির্দেশনা আইন মন্ত্রণালয় জারি করেছে এর পেছনে সরকারের নীলনকশা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুচিকিৎসা ও জামিনে বাধা দেয়ার কারণেই এটা করা হয়েছে বলে মনে করেন তিনি। রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি মধ্যরাতের অন্ধকারের সরকার।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের ওপর প্রভাব বিস্তার বন্ধ করুন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।’

রিজভী বলেন, ‘লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরপরই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাতে। খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্ত চলছে।’

তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হয়নি, তিনি এখনো বেশ অসুস্থ। অথচ তাকে শিগগিরই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নির্মিত মহিলা কম্পাউন্ডে স্থানান্তর করার অশুভ আয়োজন চলছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।’

সোমবার খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার বিচার কার্যক্রম নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রিজভী বলেন, ‘জনগণ আশা করেছিল, সরকার রমজানে খালেদা জিয়াকে মুক্তি দেবে। কিন্তু বাস্তবে তারা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেনি।’

খালেদা জিয়ার জামিনে বাধা দিলে রাজপথেই এর ফয়সালা হবে মন্তব্য করে রিজভী বলেন, ‘অন্যায়কারী-জুলুমবাজরা কখনো বিজয়ী হতে পারেনি। এখন দেশের সব জনগণ একদিকে আর বর্তমান শাসকগোষ্ঠী আরেক দিকে। দিনের শেষে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।’ কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান

কৃষক ও কৃষি বাঁচাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারিভাবে ধান কিনতে হবে, কৃষকদের হাজার টাকা দাম দিতে হবে। ধান, ভুট্টাসহ সব কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করাসহ সব ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে, সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার ব্যবস্থা নিতে হবে দ্রুত।’ তিনি বিএনপির নেতাকর্মীদের সর্বশান্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৪মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :