বরিশালে কবি হেনরী ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০১৯, ২৩:২৭

বরিশালের সন্তান আলোচিত কবি হেনরী স্বপনকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার পরবর্তী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার বাদী বরিশাল নগরের ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স ল্যাকা ডালিয়ে গোমেজ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, বাদী মামলাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন হেনরী স্বপনের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কবি হেনরী স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তাছাড়া তাকে গ্রেপ্তার নিয়ে পুলিশের লুকোচুরিরও সমালোচনা করেছেন কেউ কেউ।

কবির সহকর্মীরা জানিয়েছেন- সাম্প্রতিকালে শ্রীলঙ্কায় বোমা হামলার পরের দিন নিজ সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আয়োজন করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন হেনরী স্বপন। এই বিষয়টি নিয়ে তাদের গোত্রীয়দের সাথে তার বিরোধ দেখা দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বিশেষ তার বাসভবনে গিয়ে ভয়ভীতি দেখায়। এমনকি হেনরী স্বপনকেকে বরিশালত্যাগ করাসহ রক্তাক্ত জখমের হুমকিও দিয়েছিলো। এই ঘটনায় তিনি বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ তা গ্রহণ করেনি। বরং একদিনের মাথায় অপর এক ব্যক্তির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

এভাবে হেনরী স্বপনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ঢাকা টাইমসকে বলেন, কবির বাসায় গিয়ে যে হুমকি দেওয়া হয়েছে সেটা ছিলো উদ্বেগের বিষয়। কিন্তু পুলিশ সে ব্যক্তিকে গ্রেপ্তার না করে উল্টো একটি মামলায় কবিকে গ্রেপ্তার করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হেনরী স্বপনের নিরাপত্তা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি তাকে যারা হুমকি দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তারের দাবি রাখছি।’

ঢাকাটাইমস/১৪মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :