গোমস্তাপুরে ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
| আপডেট : ১৫ মে ২০১৯, ১০:১৬ | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ০৯:২৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ভটভটির চালকসহ আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- চাঁপাইননাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) ও মৃত মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন (৬৫)।

আহত মুকিম, পিয়ারুল, রবু, দুলাল ওমর, আমিনুল, মান্নান, ও সাদ্দামের বাড়িও একই এলাকায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নাচোল উপজেলার নাকৈল গ্রাম থেকে ধান কেটে ভটভটিতে বোঝাই করে ফিরছিলেন শ্রমিকরা। পিরাসন এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকাটাইমস/১৫ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :