সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১১:৩২

সাগরপথে কক্সবাজার থেকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী এবং আটজন শিশু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জড়ো করা হচ্ছে এমন খবরের পেয়ে পুলিশের একটি দল বড়ছড়া এলাকায় অভিযান চালিয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ঢাকাটাইমস/১৫মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :