একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

প্রকাশ | ১৫ মে ২০১৯, ১২:৪৮ | আপডেট: ১৫ মে ২০১৯, ১৫:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে। বাংলাদেশ ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। আর আয়ারল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে। তাই এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

আজ বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। ফাইনাল ম্যাচের আগে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখা হতে পারে। তেমনটি হলে একাদশে সুযোগ পাবেন এর আগের ম্যাচগুলোতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা।

যেমন মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তাসকিন আহমেদ। আবু জায়েদ রাহির পরিবর্তে জায়গা পেতে পারেন ফরহাদ রেজা। আবার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ঢুকতে পারেন স্পিনার নাঈম হাসান।    

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি/ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ/নাঈম হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ (সম্ভাব্য): পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বলবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, বয়েড র‌্যানকিন, টিম মুরতাঘ/অ্যান্ডি ম্যাকব্রাইন।

(ঢাকাটাইমস/১৫ মে/এসইউএল)