সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ২

জামালপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৬:১৭

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সরিষাবাড়ী পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী অলক পাল গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আব্দুল আলিমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় এ আর জুট মিলের মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। স্থানীয় শিমলা বাজারের আমতলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল আলিমের মাথায় ও চোখে রক্তাক্ত জখমসহ লাঠিসোঠার পিটুনিতে সারা শরীরে আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন তাকে ঢাকায় রেফার্ড করেন।

অপরদিকে কিছু সময়ের মধ্যে দুর্বৃত্তরা সরিষাবাড়ী পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অলক পালের শিমলা বাজারের স্বর্ণের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং অলক পালকে মারধর করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। গুরুতর আহত অলক পালকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ হামলা প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘স্থানীয় কতিপয় যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মী সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের দুজন নেতার ওপর এ হামলা চালিয়েছে। তাদের মধ্যে ছাত্রদলনেতা আব্দুল আলিমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

অপরদিকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার সাথে যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নেই। তবে সরিষাবাড়ী পৌর বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ছেলেদের সাথে ছাত্রদলের আব্দুল আলিমের পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হয়েছে বলে শুনেছি।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, ‘হামলায় দুজন গুরুতর আহত হওয়ার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৫মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :