ডিনারে গিয়ে নারী পাইলটকে যৌনহেনস্তা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৬:৪৩
প্রতীকী ছবি

প্রশিক্ষণ শেষে একসঙ্গে ডিনারে গিয়ে সিনিয়র পাইলটের যৌন হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। তার অভিযোগ- তার কাছে একজন ভদ্রলোক হিসেবে পরিচিত ওই সিনিয়র পাইলট ‘প্রতিদিন যৌনমিলনের প্রয়োজন হয় কি না’ এমন অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন।

গত ৫ মে হায়দরাবাদের এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এই বিমান সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত ওই নারী পাইলট সম্প্রতি হায়দরাবাদে একটি প্রশিক্ষণে যান। একই সঙ্গে প্রশিক্ষণ হয় অভিযুক্ত ক্যাপ্টেনেরও। প্রশিক্ষণ শেষে ইনস্ট্রাক্টর তাদের দুজনকে একসঙ্গে ডিনারে যেতে বলেন। সেই মতো তারা হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় যান। সেখানেই সিনিয়র পাইলট নানাভাবে ওই মহিলা পাইলটের সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলা শুরু করেন বলে অভিযোগ।

মহিলা পাইলট অভিযোগপত্রে বলেন, ‘আমি ডিনারে যেতে রাজি হই, কারণ ওই ক্যাপ্টেনের সঙ্গে অনেকবার একই সঙ্গে বিমান চালিয়েছি। তাকে ভদ্র বলেই মনে হয়েছে। আমরা রাত ৮টা নাগাদ একটি রেস্তোরাঁয় যাই এবং সেখানেই শুরু হয় আমার অগ্নিপরীক্ষা।’

‘উনি বলতে শুরু করেন, বিবাহিত জীবনে আমি কতটা হতাশাগ্রস্ত। উনি আমাকে জিজ্ঞেস করেন, স্বামীকে ছেড়ে এত দূরে কীভাবে আমি একা থাকি, আমি হস্তমৈথুন করি কি না, প্রতিদিন যৌনমিলনের প্রয়োজন হয় কি না- এসব প্রশ্ন। একটা সময় আমি বলতে বাধ্য হই, ‘আপনার সঙ্গে আমি এ ধরনের আলোচনা করতে চাই না’। এবং ক্যাব ডেকে নিই।’

মহিলা পাইলটের আরও দাবি, পাইলটের ওই ব্যবহারে তিনি মর্মাহত হয়ে পড়েন। অস্বস্তি, ভয় ও অপমানিত বোধ করে ফিরে যান।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার কারণ হিসেবে ওই মহিলা পাইলট বলেন, ‘ভবিষ্যতে যাতে আর কাউকে এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্যই লিখিত অভিযোগ করেছি।’

তদন্ত শুরু হলেও তার অগ্রগতি কতটা, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সূত্র: আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :