২৭ লাখ শেয়ার বেচবেন দুই উদ্যোক্তা পরিচালক

প্রকাশ | ১৫ মে ২০১৯, ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির দুজন উদ্যোক্তা পাবলিক মার্কেটে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক খালিদ হোসাইন ২ লাখ ও এক্সিম ব্যাংকের উদ্যোক্তা মাযাকাত হারুন ২৫ লাখ শেযার বিক্রি করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক খালিদ হোসাইন ২ লাখ বোনাস শেয়ার বেচবেন। তার কাছে মোট ১৫ লাখ ৬৬ হাজার ৫৭৬টি শেয়ার রয়েছে। এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে দুই লাখ শেয়ার বিক্রি করতে পারবেন।

আর এক্সিম ব্যাংকের উদ্যোক্তা মাযাকাত হারুন বিক্রি করবেন ২৫ লাখ শেয়ার। তার কাছে মোট ২ কোটি ১০ লাখ ৯৬ হাজার ১১৬টি শেয়ার রয়েছে। এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ২৫ লাখ শেয়ার বেচতে পারবেন।
(ঢাকাটাইমস/১৫মে/মোআ)