সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৯:৩৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা এলাকার আব্দুল মালেকের আগুন দেয়া ক্ষেতের ধান কেটে দিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে জেলার সরকারি সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এক সঙ্গে আব্দুল মালেকের ক্ষেতের ধান কেটে দেন। আগুন দেয়া প্রায় এক বিঘা (৫৬ শতাংশ) ক্ষেতে ১২-১৩ জন শিক্ষার্থী একত্র হয়ে ওই কৃষকের ধান কেটে দেন।

১২ মে ওই কৃষক শ্রমিক সংকট, শ্রমিকের মূল্য বেশি এবং ধানের ন্যায্য মূল্য না পেয়ে নিজের পাকা ধানে আগুন দিয়ে অভিনব প্রতিবাদ জানান। মালেকের এই প্রতিবাদের দৃশ্যটি ভাইরাল হয় অনলাইন মিডিয়ায়।

লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাফি বলেন, ‘সংবাদ মাধ্যমে জানতে পারি শ্রমিকের মূল্য বেশি হওয়ায় ধান ক্ষেতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেছেন কৃষক আব্দুল মালেক। মানববিক বিবেচনা করে আমরা কৃষক মালেকের ক্ষেতের ধান কেটে দিয়েছি।’

মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘ধানের দামের তুলনায় ধান কাটা শ্রমিকের মূল্য অনেক বেশি। প্রায় দেড় মণ ধানের দাম দিয়ে একজন ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। সেই দিক বিবেচনা করে আমরা বিভিন্ন কলেজ থেকে এসেছি কৃষক মালেককে সহযোগিতা করার জন্য।’

কৃষক আব্দুল মালেক বলেন, ‘আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ স্বরুপ ক্ষেতে আগুন দেই। শিক্ষার্থীরা ধান কেটে দেয়ায় আমি অনেক খুশি।’

প্রসঙ্গত, আব্দুল মালেক ছাড়াও গত সোমবার (১৩ মে) বিকেলে জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের নজরুল ইসলাম খান নামের এক কৃষক তার নিজের বোরো ধান ক্ষেতে আগুন ধরিয়ে দেন।

ঢাকাটাইমস/১৫মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :