রাষ্ট্রদূতদের সম্মানে এফবিসিসিআইয়ের ইফতার

প্রকাশ | ১৫ মে ২০১৯, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সম্মানে ইফতার মাহফিল করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় এফবিসিসিআই নেতৃবৃন্দ দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় আল্লহর রহমত প্রার্থনা করেন।

ইফতার মাহফিলে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামী উন্ন্য়ন ব্যাংক এবং ফ্রান্স, ইরান, ভিয়েতনাম, ভুটান,নেপাল, লিবিয়া, তুরষ্ক ও পাকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের সবেক সভাপতি মাহবুবুর রহমান, আবদুল আউয়াল মিন্টু ও এ কে আজাদ ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও এফবিসিসিআইয়ের সবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ সহ সংগঠনের সদস্য সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মে/জেআর/ ইএস)