অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদে সিসিকের অভিযান

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৯, ২০:৫১

সিলেট নগরীতে দ্বিতীয় দিনেও অবৈধ গাড়িস্ট্যান্ড ও হকার উচ্ছেদ অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অন্তত চারটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল এবং ফুটপাত ও রাস্তার পাশের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

এদিকে গত মঙ্গলবার নগরীর চৌহাট্টা থেকে হযরত শাহজালাল (রহ.)’র মাজার গেইট পর্যন্ত রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ গাড়িস্ট্যান্ড অপসারণের পর বুধবার আবারো ওই এলাকায় গাড়ি রেখে স্ট্যান্ড গড়ে তোলা হচ্ছে এমন সংবাদে আবার ওই এলাকায় অভিযান চালান মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মাইক্রোবাস চালকরা মেয়রের কাছে ঈদ পর্যন্ত সিভিল সার্জন অফিসের সামনে অল্পসংখ্যক মাইক্রোবাস রাখার অনুমতি চান। মেয়র আরিফুল হক চৌধুরী মাইক্রোবাস চালকদের সাথে বেশকিছু সময় কথা বলেন। চালকদের মানবিক দিক বিবেচনা করে ঈদ পর্যন্ত ওই এলাকায় মাত্র ১০টি মাইক্রোবাস ফুটপাতের উপর রাখার অনুমতি দেন।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :