লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১০:৫৭

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বুধবার স্থানীয় সময় বিকালে একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন তিনি।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনে তার জন্য নির্ধারিত হোটেলে।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাইয়েদ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতবৃন্দ রাষ্ট্রপতিকে ফুলের শুভেচ্ছা জানান।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসা শেষে ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

এর আগে গত বছরের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন আব্দুল হামিদ। তিনি দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

ঢাকাটাইমস/১৬মে/সিকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :