ব্লগার নিলয় হত্যা মামলায় প্রতিবেদন পেছাল

প্রকাশ | ১৬ মে ২০১৯, ১২:৪১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ জুন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম নতুন এ তারিখ ঠিক করেন।

মামলাটিতে আনসারুল্লাহ বাংলাটিমের ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য মো. খায়রুল ইসলাম, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান এবং জনৈক মাসুম রানা, কাউছার হোসেন খান, কামাল হোসেন সরদার এবং ব্লগার অভিজিৎ হত্যা মামলায় স্বীকারোক্তিকারী আসামি আবু সাকিব ওরফে সোহেল কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/১৬মে/আরজে/এমআর