বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বগুড়া প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৩:৪৪

বগুড়ায় যৌতুকের জন্য সাবিরা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাব্বির হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের। বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নামুজা বগারপাড়া গ্রামের সেকেন্দার মহুরীর ছেলে সাব্বির হোসেন তার প্রথম স্ত্রীকে এক বছর আগে তালাক দেয়। পরে একই গ্রামের খশরু মিয়ার মেয়ে সাবিরা বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় কোনো যৌতুক দেয়ার কথা না থাকলেও জামাইকে চাকরির জন্য টাকা দিয়ে সহযোগিতা করার কথা ছিল। সেই টাকার জন্য প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঢাকা টাইমসকে জানান, ‘ঘটনা কখন ঘটেছে জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়ির উঠানে মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। মরদেহের গলায় কালো দাগ ছিল। ময়নাতদন্তের জন্য সেটি মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ^শুর-শাশুড়ি পলাতক রয়েছেন।’

ঢাকাটাইমস/১৬ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :