ইরান প্রতিশ্রুতি পালন করেছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:০১ | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৩:৫৫

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান সবচেয়ে বেশি স্বচ্ছতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোয় এক বক্তৃতায় একথা বলেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধানের সঙ্গে ইরানের ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে। তবে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা শুধুমাত্র রাশিয়ার ওপর নির্ভর করছে না।’

ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত জল্পনা প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বহুবার বলেছি, এ সমঝোতা টিকিয়ে রাখা বেশি যুক্তিপূর্ণ পন্থা। কারণ, ইরান এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে সবাই একথা ভুলে যাবে যে, আমেরিকা আগে এটি থেকে বেরিয়ে গিয়েছিল। তখন সব দোষ ইরানের ঘাড়ে চাপানো হবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘দুঃখজনকভাবে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সবগুলো চুক্তি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু রাশিয়া সব সময় এ চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। কাজেই পরমাণু সমঝোতা মেনে চলাই ইরানের জন্য লাভজনক হবে।’

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রথম বার্ষিকীতে গত ৮ মে এ সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইরান। একইসঙ্গে ইরান বলেছে, এ সমঝোতার অবশিষ্ট পক্ষগুলো বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের প্রতিশ্রুতি পালন করলে তেহরান আবার ওই ধারাগুলোর বাস্তবায়ন শুরু করবে।

ঢাকা টাইমস/১৬মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :