সাকিবের ইনজুরি গুরুতর নয়: নান্নু

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:৩৪ | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৪:৩৩

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বুধবারের ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর পিঠে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ৩৫তম ওভারে পিঠে ব্যথা অনুভব করেছিলেন সাকিব। তাৎক্ষণিকভাবে সাইড বেঞ্চে বসে থাকা ফিজিও এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সাকিব ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু ৩৬তম ওভারের শেষ বলে রান নিতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন সাকিব। মাঠ ছাড়ার আগে ৫১ বলে বলে ৫০ রান করেন সাকিব। সাকিব মাঠ ছাড়ার পর ক্রিজে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সাকিবের ইনজুরির ব্যাপারে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সাকিবের ইনজুরি গুরুতর নয়। তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি বলে উঠিয়ে নিয়েছি।’

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘চিন্তা করার কিছু নেই।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ই দারুণ খেলছে। এর মধ্যে সাকিবের প্রতিটি ম্যাচেই পারফরম্যান্স নজরকাড়া। লিগ পর্বে তিন ম্যাচে ব্যাট করে দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন সাকিব। প্রস্তুতি ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১৫ মে/এআই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :