কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফি দেয়া যাবে বিকাশে

প্রকাশ | ১৬ মে ২০১৯, ১৬:১৩

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ভর্তির আবেদনপত্রের ফি বিকাশে পরিশোধ করা যাবে। 

এজন্য সম্প্রতি বিকাশের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি চুক্তি হয়। 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। 

এই চুক্তির আওতায়, ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোন ধরনের ঝামেলা ছাড়াই তাদের সুবিধাজনক সময়ে সুবিধাজনক স্থান থেকে আবদেন পত্রের ফি পরিশোধ করতে পারবেন। যা ভর্তিচ্ছু প্রায় ৬ লাখ শিক্ষার্থীর সময় ও খরচ বাঁচাবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের সামগ্রিক ভর্তি আবেদন প্রক্রিয়াকে সহজ করবে।  

১২ মে থেকে ৮ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন পত্রের ফি বিকাশে পরিশোধ করতে পারবেন। বিকাশ অ্যাপের পে বিল মেন্যু থেকে কারিগরি শিক্ষা বোর্ড নির্বাচন করে খুব সহজেই আবেদন পত্রের ফি পরিশোধ করা যাবে। 

(ঢাকাটাইমস/১৬মে/এজেড)