জয়ের ম্যাচে টাইগারদের ক্যাচ মিসের মহড়া

প্রকাশ | ১৬ মে ২০১৯, ১৭:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় সিরিজে বুধবারের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ওভারটি করেছেন। আয়ারল্যান্ড ইনিংসের ৪৬তম ওভারে তিনি দেন ২৩ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এর আগে এক ওভারে এতো রান দেননি। ইনিংসে তিনি মোট ৯ ওভার বল করে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের প্রথম বলে চার মারেন স্টার্লিং। দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে সাকিবকে হতাশ করেন তিনি। পরের ডেলিভারিটি ওয়াইড হয়। এর পরের বলে চার মারেন স্টার্লিং। পঞ্চম বল থেকে তিনি নেন এক রান। শেষ বলে এক রান নেন কেভিন ও’ব্রাইন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে আইরিশরা।

যাই হোক, এই ওভারটা খুব একটা প্রভাব ফেলতে পারেনি টাইগারদের উপর। কিন্তু বাংলাদেশি খেলোয়াড়রা বেশ কয়েকটি ক্যাচ ধরতে ব্যর্থ হন যা টাইগারদের কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি করে। তার নেতিবাচক প্রভাব পড়ে সাকিব আল হাসানের উপর। বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায় পল স্টার্লিং দুবার করে জীবন পেয়ে ১৪১ বলে ১৩০ করেন। তার ইনিংসে আটটি ৪ ও চারটি ৬ রয়েছে।

স্টার্লিংয়ের ব্যক্তিগত রান ৫৭ থাকা অবস্থায় মোসাদ্দেকের বলে বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে খ্যাত সাব্বির রহমান ক্যাচ নিতে ব্যর্থ হন। যদি সাব্বির স্টার্লিংয়ের ক্যাচটি ধরতে পারতেন তাহলে হয়তো আয়ারল্যান্ড মহা বিপদে পড়ে যেত। পরের ওভারেই সাইফউদ্দিন স্টার্লিংয়ের সহজ ক্যাচটি মিস করে সাকিব আল হাসানকে হতাশ করেন।

নিঃসন্দেহে বাংলাদেশের খেলোয়াড়রা অনিচ্ছাকৃতভাবে ক্যাচ ছেড়েছেন। কিন্তু এটা এমন একটা অংশ যার কারণে পুরো খেলার সমীকরণ টাইগারদের বিপরীতে যেতে পারতো।

(ঢাকাটাইমস/১৫ মে/এআই/এসইউএল)