এবার হয়তো শিরোপা জিতব: সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৮:৫৭

তিন বা বহু দেশ নিয়ে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে বহুবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু টাইগাররা একবারও শিরোপা জিততে পারেনি। কিন্তু এবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিততে পারে বাংলাদেশ। এমনটি বলেছেন আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আগামীকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজরে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেছেন, ‘ফাইনাল হারাটা সবসময়ই কষ্টের। কাছাকাছি গিয়ে হারাটা আরো কষ্টের। প্রথম যখন ২ রানে আমরা পাকিস্তানের সঙ্গে হারলাম তখনও বড় দুঃখের একটা ব্যাপার ছিল। তো ওখান থেকে আমরা অনেক শিখেছি। আগে যেসব ফাইনাল হেরেছি সেখানে আন্ডারডগ ছিলাম। এবার মনে হচ্ছে আমরা ফেবারিট আয়ারল্যান্ড সিরিজে। বাংলাদেশ দল খেলছেও ফেবারিটের মতো। ভাগ্যটা গুরুত্বপূর্ণ। তবে স্কিলের মাধ্যমে আমরা হয়তো ভাগ্যকে জয় করতে পারব।’

এই সিরিজে ওপেনিংয়ে তামিমের সঙ্গে সৌম্য-লিটন দুজনই ভালো করছেন। বোলারদের মধ্যে রাহি ৫ উইকেট নিয়েছেন। এক্ষেত্রে একাদশ সাজানো কঠিন হবি কিনা?

এ ব্যাপারে সুজন বলেন, ‘মধুর সংকট। নিঃসন্দেহে আমরা তো পিক করব। রাহি দারুণ বোলিং করেছে। তারপরও যেহেতু ১১ জনের খেলা ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। নির্বাচন করতে হবে কাকে নিলে বেশি অবদান রাখতে পারবে। সবার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা চলছে সেটা ভালো। সবাই পারফর্ম করছে এসব পুরো দলকেই জাগিয়ে তুলবে বলে আমি মনে করি। সব বোলার যখন ভালো করে তখন নিজের সেরাটা করতে চাইবে। দায়িত্ব তো সবসময়ই থাকে। এটা একটা ভালো ব্যাপার তৈরি হবে যেহেতু সবাই ফর্মে আছে।’

আপনি থাকলে এমন পরিস্থিতিতে কেমন একাদশ সাজাতেন? এমন প্রশ্নের উত্তরে সুজন বলেন, ‘সত্যি কথা বলতে গেলে এটা তো কন্ডিশন মাথায় রেখে করতে হবে। কাল কেমন উইকেট হবে..গতকালের উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। যদি উইকেট মন্থর হয় তখন কাকে খেলাবেন...কাল আমরা মিরাজকে খেলাতে পারি, মিরাজকে প্রয়োজন স্বাভাবিকভাবেই। গতকাল আমরা চারটা সিমার নিয়ে অনেকদিন পর খেললাম। তো চারটা পেসার নিয়েই খেলবে কিনা; সৌম্য ব্যাক টু ব্যাক ম্যাচে রান করেছে সেটাও একটা বড় ব্যাপার। লিটনও রান করেছে। মিথুনও রান করেছে। যদিও গত ম্যাচে তাকে ব্রেক দেয়া হয়েছে। আসলে কন্ডিশনও গুরুত্বপূর্ণ। আমরা মনে হয় সেরা বোলিং আক্রমণ নিয়েই খেলবে বাংলাদেশ। মোস্তাফিজকে মনে হয় ফেরানো হবে। অবশ্যই মাশরাফি খেলবে। সাইফউদ্দিনকে আমি মনে করি বর্তমান সময়ের সেরা ডেথ বোলার। এটা আমি বিশ্বাস করি। মিরাজ, সাকিব তো থাকবেই। পাঁচটা বোলারই হয়তোবা খেলবে। লিটন ভালো খেললেও আমার মনে হয় সৌম্যকে খেলাবে।’

(ঢাকাটাইমস/১৬ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :