জমি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ যুবলীগ নেতার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ২০:৫৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের রুহুল মীর ও গৈজদ্দিন মীরের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ করেছেন একই ইউনিয়নের সালাউদ্দিন আহম্মেদ।তিনি উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন বুধবার থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘তার দাদা মৃত আছর আলী মোল্লার নামে এক একর আট চল্লিশ শতক কৃষি জমি বর্তমানে পর্চায় আমার পিতা মৃত মোহর আলী মোল্লা ও চাচা মৃত আব্দুল আলী মোল্লার নাম রয়েছে। ভুলবশত আরএস রেকর্ডে ১৮ শতাংশ জমি কলিমদ্দিন গংদের নামে রেকর্ড হয়। কলিমউদ্দিন গংরা আমাদের কোন শরিক, আত্মীয় বা বংশের কেউ নন। এই ১৮ শতাংশ জমি ভুল রেকর্ডের জন্য আদালতে দেওয়ানি মামলা চলছে।’

অভিযুক্ত গৈজদ্দিন মীর জানান, ‘১৯৭২ সালের সরকারি নিলাম মোতাবেক আমার চাচার নামে এই সম্পত্তি রেকর্ড হয়। আমাদের কাছে দলিল রয়েছে। আমরা ওই সম্পত্তির মালিক। আমরা কোন জমি দখল করিনি।’

বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ বলেন, ‘বুধবার দুপুর ১২টায় বাসাইল ইউনিয়ন পরিষদে বসে যুবলীগ নেতা সালাউদ্দিন ও গৈজদ্দিন মীর গংদের উভয় পক্ষের সাথে কথা বলে জানতে পারি- সম্পত্তির রেকর্ড নিয়ে একটি ঝামেলা রয়েছে। এক মাসের মধ্যে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হলে বিবাদমান বিষয়টি সুরাহা করা হবে।’

সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমি জানি। দুই পক্ষকে ডেকে তাদের কাগজপত্র দেখতে চেয়েছিলাম, কিন্তু দুই মাস পরেও সালাউদ্দিনের প্রতিপক্ষ গৈজদ্দিন মীর গংরা আমাকে কোন কাগজপত্র দেখায়নি। আমি বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামকে কাগজপত্র দেখে সমাধান করতে বলেছি।’

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এএসআই নুরুন্নবি বলেন, ‘পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে বেদখল করার একটি লিখিত অভিযোগ করেছেন সালাউদ্দিন আহম্মেদ।’

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :