রাঙামাটিতে জোড়া খুন মামলায় দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ২১:০৯

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীতে জোড়া খুনের মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তারা হলেন- চিংম্রং ইউনিয়নের চেয়ারম্যান ক্যাইসা অং মারমা ও রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান সায়া মং মারমা।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম সাবরিনার আদালতে দুই চেয়ারম্যান আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

৪ ফেব্রুয়ারি রাইখালীর কারিগরপাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দুই ছাত্রলীগের কর্মী নিহতের ঘটনায় দুই চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশের আদালত ওসি নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :