শেষ কার্যদিবসে ইতিবাচক পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ২১:৩৮

টানা পতনের বৃত্ত থেকে বেরোলো দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইতে আজ সূচকের উত্থানে শেষ হয় লেনদেন। এদিন লেনদেনের শুরুতে সূচকে উত্থান-পতন থাকলেও কিছুক্ষণ পর সৃষ্ট ক্রয় চাপে টানা বাড়তে থাকে সূচক। দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেনও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৪০ লাখ ৪৪ হাজার টাকা বেশি।

অন্যদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৬মে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা