পুঁজিবাজার উন্নয়নে স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক

প্রকাশ | ১৬ মে ২০১৯, ২১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারের চলমান পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ অর্থাৎ টু-সিসি আইন বাস্তবায়নে কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসই, সিএসই, ডিবিএ, বিএমবিএর প্রতিনিধিরা কমিশনের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপে আরো কঠোর পদক্ষেপ নেবে নিয়ন্ত্রক সংস্থা। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে তাদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ ছাড়া বৈঠক আইপিও আইন অর্থাৎ পাবলিক ইস্যু রুলস, ২০১৫ সংশোধন করে তা জনমত জরিপের জন্য শিগগির প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭মে/মোআ)