সেবা সংস্থাগুলোকে বিভক্ত করার দাবি মেয়র খোকনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৮ | প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২১:২৯

সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জনগণের কাছে সেবা সঠিকভাবে পৌঁছেনো যাচ্ছে না বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মেয়র সাঈদ খোকন। তাই ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার মতো অন্যান্য সেবামূলক সংস্থাগুলো দুই ভাগে ভাগ করার পক্ষে তিনি। বলেন, এর ফলে `মানুষের দোরগোড়ায় সেবাটা দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে। সেই সাথে সেবার মান বৃদ্ধি পাবে।‘

দ্বায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলন ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন সাঈদ খোকন।

মেয়র বলেন, আমাদের অনেক রাস্তায় আমরা কাজ করছি, তাতে অনেক ব্যয় করা হচ্ছে। কাজ চলাকালে জনগণ অনেক ভোগান্তির শিকার হয়। যখন আমরা কাজ শেষ করি, তখন অন্য সংস্থাগুলো তাদের উন্নয়ন কাজ করার জন্য অনুমতি চায়। আমাদেরও অনুমতি দিতে হয়। ফলে একটা রাস্তা বারবার খুঁড়তে হয়।‘

এর কারণ হিসেবে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন মেয়র সাঈদ খোকন। দক্ষিণ সিটির নগর পিতা মনে করেন, ঢাকায় নাগরিক সেবা নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে পারলে জনগণের ভোগান্তি কমে আসবে। আর এই সমস্যা নিরসনে সিটি করপোরেশনের মতো অন্যান্য সংস্থাগুলোকেও দুই ভাগে ভাগ করা যেতে পারে বলে মতামত দেন মেয়র।

আবার রাজধানীকে ঘিরে কাজ করা ৫৬টি সংস্থার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে এবং সুষ্ঠু নগর ব্যবস্থাপনার লক্ষ্যে সংস্থাগুলোকে প্রশাসনিক ও আর্থিকভাবে সক্ষম করে তুলতে হবে মনে করেন দক্ষিণ সিটি মেয়র।

অনুষ্ঠানে গত চার বছর দক্ষিণ সিটির নামা উন্নয়নের চিত্র তুলে ধরেন মেয়র সাঈদ খোকন। জনবল সংকটের কারণে সিটি করপোরেশনের কিছু কাজ বাধা গ্রস্থ হয়েছে বলেও তিনি মনে করেন। তবে সীমিত জনবল দিয়ে নিজেদের সাধ্যমত কাজ করেছেন বলে তিনি জানান। বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪০ শতাংশ জনবল নিয়ে কাজ করেছে। দীর্ঘ ৮ বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনবল কাঠামো আলোরমুখ দেখতে পায়নি।‘

সিটি মেয়র হিসেবে চার বছর সাফল্যের সাথে পার করার পর শেষ বছরে হাতে নেয়া কাজ শেষ করতে চায় ডিএসসিসি। মেয়র বলেন, ‘যে সমস্ত প্রকল্পগুলো আমরা হাতে নিয়েছি। সেগুলোকে সূঁচারুরূপে শেষ করতে চাই।‘

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, লেখক ও কলামিস্ট আবুল মকসুদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ঢাকাটাইমস/১৭মে/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :