ব্যাটিংয়ে সেরা পাঁচে সৌম্য, বোলিংয়ে মোস্তাফিজ-মাশরাফি

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০২:৪৯ | আপডেট: ১৮ মে ২০১৯, ০২:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় সিরিজ শেষ হলো শুক্রবার। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশ থেকে আছেন একজন। তিনি সৌম্য সরকার। বোলিংয়ে বাংলাদেশ থেকে সেরা পাঁচে আছেন মোস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মর্তুজা।

ত্রিদেশীয় সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যান

মোট রান

গড়

সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি

শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)

৪৭০

৯৪.০০

সুনিল আমব্রিস (ওয়েস্ট ইন্ডিজ)

২৭৮

৯২.৬৬

পল স্টার্লিং (আয়ারল্যান্ড)

২০৭

৬৯.০০

সৌম্য সরকার (বাংলাদেশ)

১৯৩

৬৪.৩৩

অ্যান্ডি বলবার্নি (আয়ারল্যান্ড)

১৮৪

৬১.৩৩

ত্রিদেশীয় সিরিজে সেরা পাঁচ বোলার

বোলার

মোট উইকেট

সেরা বোলিং

ইকোনোমি রেট

গড়

শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

৩/৪৪

৫.৭৭

২২.৩৭

অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ)

৪/৫১

৭.০১

৩১.৭১

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

৪/৪৩

৭.৩৭

২৯.৫০

মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)

৩/৪৯

৫.৪১

৩০.৬৬

বয়েড র‌্যানকিন (আয়ারল্যান্ড)

৩/৬৫

৭.৬১

২২.৬০

(ঢাকাটাইমস/১৮ মে/এসইউএল)