মসজিদের পাঁচ টাকা নিয়ে বিরোধে খুন

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০৯:১৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রতীকী ছবি

মসজিদের দানবাক্সের মাত্র পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বাদল সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।       

গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সদর থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।    

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪/৫ দিন আগে একই বংশের বিবাদমান দুই গ্রুপের মধ্যে প্রথমে ইফতারি খাওয়া নিয়ে বিবাদ বাঁধে। পরে তা নিজেরাই মীমাংসা করতে শুক্রবার মাগরিবের নামাজের পর শালিশ বৈঠক বসে। এসময় পুরোনা বিষয়ে মীমাংসার কথা উঠলে তারাবির নামাজের পর সব কথা শোনা এবং মীমাংসার সিদ্ধান্ত হয়। এ সময় বাদল সরদার বলেন, সফর সরদার মসজিদের দানবাক্সের পাঁচ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এই নিয়ে বাদল সরদার ও সফর সরদারের মধ্যে কথা কাটাকাটি ও দুই পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে তারাবির নামাজ শুরু হওয়ার কিছুণ পর উভয় প নামাজ ছেড়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ আরও জানায়, সফর সরদার ও তার ছেলেদের হামলায় মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন বাদল। আহত বাদল সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম ফক্কু সরদার।

পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/জেবি)