সমকামী বিয়ের স্বীকৃতি দিল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৯, ১১:৩৭

সমকামী বিয়েকে স্বীকৃতি দিয়ে এশিয়ার প্রথম দেশ হিসেবে রেকর্ড গড়ল তাইওয়ান। শুক্রবার তাইপেই শহরের পার্লামেন্টে এই বিল পাশ হয়।এসময় বাইরে ভিড় জমিয়েছিলেন সমকামী যুগলরা। প্রেসিডেন্টের তরফে বিল পাশের বার্তা আসার পরেই উৎসব শুরু করেন তারা।

২০১৭ সালে সমকামী বিবাহকে ছাড়পত্র দিয়েছিল তাইওয়ানের শীর্ষ আদালত। ঐতিহাসিক রায় দিয়েছিল, দেশের যে আইন শুধু নারী-পুরুষের বিবাহকেই বৈধতা দেয়, তা অসাংবিধানিক। কোর্টের নির্দেশ ছিল, দু’সপ্তাহের মধ্যে দেশের আইন বিভাগকে বিশেষ আইন পাশ করে সমকামী বিবাহকে বৈধ বলে ঘোষণা করতে হবে। পরে সেই সময়সীমা বাড়ানো হয় ২০১৯ সালের ২৪ মে পর্যন্ত। গত নভেম্বরে এই সংক্রান্ত বেশ কিছু বিলের খসড়া জমা পড়ে পার্লামেন্টে। তার মধ্যে বাছাই করা তিনটি বিল নিয়ে পার্লামেন্টে ভোট হয় শুক্রবার।

এর মধ্যে একটি বিল সরকারের, বাকি দু’টি বিরোধীদের পেশ করা। তিনটি বিলের মধ্যে একমাত্র সরকারি বিলেই সমকামী সম্পর্ককে ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। বাকি দু’টিতে ‘পারিবারিক বন্ধন’ এর মতো শব্দবন্ধ ব্যবহার করা হলেও বিয়ের কোনও উল্লেখ ছিল না।

এই জয়ে অবশ্য সমকামীদের সংগঠনগুলি পুরোপুরি খুশি নয়। তাদের মতে, বিয়ের স্বীকৃতি মিললেও একটি কাঁটা রয়েই গিয়েছে। শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে তাদের।

ঢাকা টাইমস/১৮মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :