টাইমের ‘বিভেদ গুরু’ আখ্যা, পাকিস্তানি লেখককে নিয়ে প্রশ্ন মোদির

প্রকাশ | ১৮ মে ২০১৯, ১২:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
মোদিকে নিয়ে টাইমের প্রচ্ছদ

মার্কিন গণমাধ্যম ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে তাকে ভারতের ‘ডিভাইডার ইন চিফ’ বা ‘বিভেদ গুরু’ আখ্যা দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাইম ম্যাগাজিনে এই প্রতিবেদনের লেখক পাকিস্তান বংশোদ্ভূত বলে তার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। ‘টাইম’ ম্যাগাজিনের ২০ মে সংখ্যার প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ‘বিভেদ গুরু’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছিল, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ কি পারবেন?’

টাইম ম্যাগাজিনের এই সংখ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্ধ করা হয়েছিল ভারতে বিষাক্ত ধর্মীয় জাতীয়তাবাদ ছড়ানোর অভিযোগে। সেখানে লেখা হয়েছিল, ‘পাঁচ বছর আগে ২০১৪ সালে উজ্জ্বল ভারত, শক্তিশালী ভারতের স্বপ্নের এক প্রতিভূ হিসাবে উঠে এসেছিলেন মোদি, যেন এক আস্থার দেবদূত— যার এক হাতে হিন্দু পুনর্জাগরণ, অন্য হাতে দক্ষিণ কোরিয়ার ধাঁচে অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচি। এখন শুধুই এক ব্যর্থ রাজনীতিক হিসাবে ভোট চাইতে এসেছেন মোদি, যিনি করে দেখাতে পারেননি। নির্বাচনের ফলাফল যাই হোক, সেই স্বপ্ন, সেই আস্থা আজ আর তার সঙ্গে নেই।’

টাইম ম্যাগাজিনে প্রকাশিত সেই প্রবন্ধ নিয়ে দেশের বিরোধী দলগুলির বিদ্রুপ আর কটাক্ষে বিদ্ধ হলেও কোনও প্রতিক্রিয়া ছিল না মোদির তরফে। শেষ পর্যন্ত তিনি মুখ খুললেন আর প্রশ্ন তুললেন লেখকের বিশ্বাসযোগ্যতা নিয়েই। শুক্রবার তিনি বলেন, ‘টাইম একটি বিদেশি পত্রিকা। আর এই প্রতিবেদনের লেখক নিজেই বলেছেন তিনি পাকিস্তানের একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বলার জন্য এটাই যথেষ্ট।’

মোদি এখন মুখ খুললেও এই প্রতিবেদনের লেখক আতিশ তাসিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, ‘এই আতিশ তাসির প্রয়াত পাকিস্তানি রাজনীতিক এবং ব্যবসায়ী সলমন তাসির এবং সাংবাদিক তভলিন সিংহের ছেলে। পাকিস্তানের স্বার্থ দেখতে গিয়েই নরেন্দ্র মোদিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তিনি। আর এই কাজে তাকে সাহায্য করেছে টাইম ম্যাগাজিন।’ বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রের প্রতিক্রিয়া ছিল, ‘এক জন পাকিস্তানির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।’ সূত্র: আনন্দবাজার।

ঢাকা টাইমস/১৮মে/একে